আবার ভূমিকম্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই সেপ্টেম্বর, বুধবার সকাল ১০ টা ২৫ মিনিট  হঠাৎ কলকাতাসহ  সারা  পঃবঙ্গে  ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে  কম্পনের মাত্রা ছিল ৫.৫৷  এই ভূমিকম্পের  কেন্দ্রস্থল ছিল  অসমের  কোকরাঝাড়৷  ভূপৃষ্ঠ থেকে ১৩ কি.মি গভীরে  দুটি  প্লেটের মধ্যে  সংঘর্ষের  ফলে এই কম্পনের  সৃষ্টি  হয়েছিল বলে ভূতত্ত্ববিদ্রা  জানিয়েছেন৷

এই ভূমিকম্পের  কারণে  শিলিগুড়িতে ১ জনের  মৃত্যু হয়েছে৷  কম্পন অনুভব  হতেই তিনি দোতলা থেকে  তাড়াতাড়ি  এক তলাতে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে যান৷ মাথায়  আঘাত লাগে, তাতেই তাঁর মৃত্যু হয়৷ এছাড়া , অন্য কোথাও ক্ষয়-ক্ষতির বেশকিছু খবর পাওয়া  যায়নি৷