সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত ২৯ শে ডিসেম্বর উত্তর কোরিয়া একটি শক্তিশালী মিসাইল পরীক্ষা করল৷ এতদিন উত্তর কোরিয়া যতগুলি মিসাইল পরীক্ষা করেছে, এটি তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী৷ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলের সাহায্যে উত্তরকোরিয়া এখন আমেরিকার যে কোনো স্থানে পরমাণু বোমা নিক্ষেপ করতে পারে৷ এই মিসাইলটি ১৩০০০ কি:মিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে৷
আমেরিকা উত্তর কোরিয়ার এ ধরণের পরীক্ষার পরিপ্রেক্ষিতে জানিয়েছিল, আবার মিসাইল পরীক্ষা করলে তারা কোরিয়ায় হামলা চালাবে৷ এখন আমেরিকা কী করে দেখার জন্যে সারা দুনিয়া উদ্গ্রীব হয়ে আছে৷