ফরাসী ব্যাডমিণ্টন ওপেনে মাত্র ৩৪ মিনিটে বিপক্ষকে ২১-১৭,২১-৮ গেমে উড়িয়ে দিলেন ভারতের পুসরলা ভেঙ্কট সিন্ধু৷ হারালেন বিশ্বের দশ নম্বর যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাংকে৷ সিন্ধুর কোর্টে নড়াচড়া দেখে মনেই হয়নি ফরাসি ওপেনের এই ম্যাচটির আগে টানা তিন বার তিনি ঝ্যাংয়ের কাছে পরাজিত হয়েছিলেন৷ ইন্ডিয়ান ওপেন, ইন্দোনেশিয়া ও ডেনমার্ক ওপেনে গোপীচন্দের ছাত্রী পরাজয়ের গ্লানি নিয়ে কোট ছেড়েছিলেন৷ এদিন তাই দারুণ চাপের মধ্যে খেলা শুরু করতে হয় সিন্ধুকে৷ কিন্তু তাঁর অদম্য জেদ আর ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিশোধ নিলেন বিপক্ষকে হারিয়ে৷ সাবাশ সিন্ধু৷
প্রথম গেম শুরুর খানিকটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল৷ স্কোর তখন ৪-৪৷ কিন্তু দেখতে দেখতে সিন্ধু এগিয়ে যান ১০-৬৷ তখনও ঝ্যাং লড়াইয়ে ছাড়েননি৷ প্রথম বিরতির আগে ১১-১০ -এ এগিয়েও যান৷ বিরতির পর একসময় ১৬-১৬ স্কোরও হয়৷ তারপরেই ছ’টি পয়েন্টের প্যাঁচটিই জিতে নেন সিন্ধু৷
দ্বিতীয় গেমের চিত্রটা ৩-৩ স্কোর থেকে পরের ন’টি পয়েন্টের আটটাই জিতে চমক দেন সিন্ধু৷ তখন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটমিন্টন তারকা এগিয়ে গিয়ে স্কোর দাঁড় করার তাঁর পক্ষে ১১-৪৷ এরপর সিন্ধুর জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা৷