আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য তপেশ্বরানন্দ অবধূত গত ২রা ডিসেম্বর রাত্রিতে কলকাতার আনন্দমার্গ আশ্রমে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন৷
১৯৬৫ সালের মাঝামাঝি তিনি আনন্দমার্গের অবধূত দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন৷ এরপর তিনি মার্গের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন৷ দীর্ঘদিন তিনি কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিবও ছিলেন৷ পরে দক্ষিণ আমেরিকায় মার্গের প্রচারের দায়িত্বে ছিলেন৷ এখানেই তিনি অসুস্থ হন৷ অসুস্থ অবস্থাতেই তাঁকে কলকাতাতে আনা হয়৷ এখানে তিনি চিকিৎসাধীন ছিলেন৷
তপেশ্বরানন্দজীর রচিত ‘Living with Baba’’ ও এর বাংলা অনুবাদ ‘‘ৰাৰার সান্নিধ্যে দিনগুলি’’ বই দু’টিতে তিনি মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও নানান আধ্যাত্মিক অনুভূতির কথা বর্ণনা করেছেন৷ আচার্য তপেশ্বরানন্দজীর মৃত্যু সংবাদ শুণে আনন্দদমার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷ পরম করুণাময় পরমপিতা পরমপুরুষের চরণে আমাদের প্রার্থনা, আচার্য-তপেশ্বরানন্দজীর অমরআত্মা তাঁর স্নেহময় ক্রোড়ে স্থান লাভ করে শ্বাশ্বত শান্তি লাভ করুক৷ (চার পৃষ্ঠায় আরও সংবাদ)