আধার না থাকার জন্যে ৫৩ হাজার প্রতিবন্ধীও বয়স্ক মানুষের পেনসন বন্ধ

সংবাদদাতা
পি.এন.এ
সময়

দেরাদুন ঃ উত্তরখণ্ডে আধার কার্ড না থাকায় ৫৩ হাজার  প্রতিবন্ধী, বয়স্ক পুরুষ ও বয়স্কা মহিলা পেনসন থেকে বঞ্চিত হয়েছেন৷

গত বছর কেন্দ্রীয় সরকার এক সারকুলারে আধারকার্ডের সঙ্গে ব্যাঙ্কের এ্যাকাউন্টের  সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে ঘোষণা করেন৷ কিন্তু বহু প্রতিবন্ধী, বয়স্ক পুরুষ ও বয়স্কা মহিলার আধারকার্ড করা সম্ভব হয়নি৷  শারীরিক অসুস্থতার জন্যে অঙ্গুলের প্রিন্ট ও চোখের  আইরিশ স্ক্যান করা সম্ভব হয়নি৷ সেই কারণে আধার কার্ড করানো যায়নি৷ আর আধার কার্ড না থাকায় আইনের  বাধ্যবাধকতায় তাদের পেনসনও বন্ধ হয়ে গেছে৷