আধারের প্রয়োগ নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেন্দ্রীয় সরকার আইন করেছে, আধার কার্ড ছাড়া কোনোরকমের  সরকারী স্কিমের বেনিফিট দেওয়া যাবে না৷ রাজ্য সরকার এর বিরোধিতা করে এই বেনিফিট সারকুলারের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে এফিডেবিট্ দাখিল করেছে৷ রাজ্য সরকারের বক্তব্য, আধারের প্রয়োজনীয়তা থাকলেও  নির্বিচারে তার যত্র তত্র প্রয়োগ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে ক্ষুন্ন করে৷ যেমন শ্রম দফতরের অন্তর্গত শিশুশ্রমিক বিরোধী অভিযানে যে  সমস্ত শিশুশ্রমিককে উদ্ধার করে পুনর্বাসন দেওয়া হয়, এইসব সারকুলারের কারণে ওই শিশু শ্রমিকদের জন্যে কোনো রকম সরকারী সাহায্য দেওয়া সম্ভব হবে না যতক্ষণ না তার আধার কার্ড করা হচ্ছে৷ কেননা, ওই শিশুশ্রমিকদের অধিকাংশের আধার কার্ড নেই৷ তাদের আধার কার্ড করতেও সময় লাগবে৷