আগামী ১৫ ও ১৬ সেপ্ঢেম্বর বীরভূমের সাঁইথিয়াতে প্রাউটিষ্ট বুদ্ধিজীবী সংঘটন---ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট ইনটেলেক্চুয়্যাল ফেডারেশন (ইয়ূ.পি.আই.এফ)- এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ ইয়ূ.পি.আই. এফ-এর পক্ষ থেকে আজ এক প্রেস বিবৃতিতে এই সংবাদ দিয়ে বলেন, ‘বিশ্বের ইতিহাসে সমাজ পরিবর্তনে বুদ্ধিজীবীরা সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছেন৷ তাঁরা হলেন অতীতের চারণ, বর্তমানের প্রতিভূ ও ভবিষ্যতের বার্তাবহ৷ সমাজের এই পরিস্থিতিতে আজকের বুদ্ধিজীবীরা তাই নিষ্ক্রিয় থাকতে পারেন না৷ তাই ইয়ূনিবার্র্সল প্রাউটিষ্ট ইনটেলেকচুয়াল ফেডারেশন (UPIF)-এর পক্ষ থেকে আগামী ১৫ই ও ১৬ই সেপ্ঢেম্বর সাঁইথিয়ার (বীরভূম) নন্দিকেশরী যাত্রী নিবাসে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এই সম্মেলনে সমস্ত শিক্ষক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক প্রভৃতি সর্বস্তরের বুদ্ধিজীবীদের অংশগ্রহণ করার জন্যে ও এক আদর্শ শোষণমুক্ত মানবসমাজ গড়ে তুলবার জন্যে সবাইকে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানাই৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়