সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়
৬০ বছরে এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ইতালি৷ চারবার বিশ্বকাপ জয়ী ইতালিকে ছিটকে দিয়ে মূলপর্বে খেলার যোগ্যতা ছিনিয়ে নিল সুইডেন৷ ইতালি দলের কোচ গিয়ান পিয়েরো ভেঞ্চুরা এই ব্যর্থতার ভার নিজের কাঁধে নিয়েছেন৷ তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন৷ উল্লেখ্য ১৯৫৮ সালে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতামান পার হতে পারেনি ইতালি৷
স্টকহোমে সুইডেনের বিরুদ্ধে প্লে-অফ ম্যাচে ইতালি নির্ধারিত সময়ে গোলশূন্যতে ম্যাচ শেষ করে৷ কিন্তু অতিরিক্ত সময়ে সুইডিশ দল ইতালির জালে বল ফেলে ১-০তে এগিয়ে যায়৷ শেষ পর্যন্ত সুইডেন ম্যাচ জিতে নিয়ে ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়৷ ২০০৬-এর পর সুইডেন দল আবার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পেয়ে দলের খেলোয়াড়রা স্বভাবতঃই উল্লাসে ফেটে পড়েন৷