আগামী মরসুমে মর্গান কি ইষ্টবেঙ্গলের কোচ থাকছেন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোচ ট্রেভর জেমস্ মর্গান আগামী মরসুমে ইষ্টবেঙ্গলের কোচ থাকবেন কি থাকবেন না তা নিয়ে বিস্তর চাপান-উতোর এখনই নানা মহলে চলছে৷ চলতি মরসুমের আই লীগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ বাকী থাকতেই এই ধরণের আলোচনায় দলের ক্ষতি৷ আসলে আই লীগের গত দু-একটি ম্যাচে লাল-হলুদ বিগ্রেড ভাল খেলতে পারেনি৷ কিন্তু মোহনবাগান, মহামেডানের মত একটা ম্যাচ হারলেই কোচের বদল নিয়ে কথা ওঠেনা ইষ্টবেঙ্গলে---তাই স্বাভাবিকভাবেই প্রশ্ণ আসছে এখনই মর্গানকে নিয়ে এই প্রশ্ণ কেন? ক্লাব সচিব বাবু ভট্টাচার্য খোলাখুলিভাবেই বললেন---দল যদি হারে বা ভাল খেলতে না পারে তাহলেই কি কোচের দোষ? তাছাড়া যখন টুর্ণামেণ্ট খেলছে দল তখন কোচের বদল নিয়ে কথা আসবে কেন? যে যাই রটাক না কেন আমরা কোচকে সম্মান করি ও এখনও এই কোচের ওপর সম্পূর্ণ ভরসা রাখছি৷ সচিব যাই বলুন না কেন উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা কিন্তু প্রকাশ্যেই বলছেন যখন-তখন ছুটি কাটাতে চলে যাচ্ছেন মর্গান, ফলে দল হারছে, খেলোয়াড়দের মানসিকতায় চির ধরছে---দলের ক্ষতি হচ্ছে৷ কেউ কেউ আবার এও বলেছেন যে, আই লীগে চ্যাম্পিয়ন করতে না পারলে সাহেব কোচের ইষ্টবেঙ্গলের চাকরী আগামী মরসুমে থাকছে না৷