সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগরতলা (ত্রিপুরা) ঃ গত ২৯শে এপ্রিল কলেজটিলার আনন্দমার্গ আশ্রমে মহাধূমধামের সঙ্গে পরমারাধ্য গুরুদেব তথা আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ জন্মক্ষণ সকাল ৬টা ৭মিনিটে শঙ্খধবনি ও উলুধবনির সঙ্গে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে মার্গগুরুদেবের ৯৮তম জন্মতিথি উৎসব পালন করা হয়৷ যথারীতি কীর্ত্তন, সাধনা, বাণীপাঠ, বাণীর তাৎপর্য আলোচনা ও প্রসাদ গ্রহণের পর ৭টা ৩০মিনিটে একটি বর্র্ণঢ্য মিছিলের আয়োজন করা হয়৷ এই মিছিল শহরের সমস্ত জনবহুল রাস্তা পরিক্রমা করে৷
এরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন হয় ও আনন্দমার্গের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল ও মিষ্টান্ন বিতরণ করা হয়৷