আইসিসির চেয়্যারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও একবার নির্র্বচিত হলেন শশাঙ্ক মনোহর৷ এরফলে তিনি আরও দু বছর এই পদে থাকবেন৷ গত মাসের বৈঠকেই এ ব্যাপারটি পরিষ্কার হয়ে গিয়েছিল৷ আইসিসির সেই বৈঠকে চেয়ারম্যানের দ্বিতীয়বার ইলেকশন নিয়ে কারোরই কোন আপত্তি না থাকার কারণে সেদিনই বোঝা গেছিল যে এবারও আইসিসির চেয়ারম্যানের পদ পেতে চলেছেন প্রাক্তন চেয়ারম্যান শশাঙ্ক মনোহর৷ এর আগে ২০১৬ সালে প্রথমবার চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি৷
এরপর বৈঠকে যা আলোচনা হয় তা থেকে জানা গেছে---ভারতের ক্রিকেটের মধ্যে টেষ্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়৷
এছাড়া প্রাক্তন চেয়ারম্যান বলেন---টেষ্ট ক্রিকেট নিয়ে যাতে সবার আগ্রহ জাগে তা দেখতে হবে আমাদের৷ আশা করা যায় ভারতীয় বোর্ড যা প্রস্তাব দেবে তা গুরুত্বসহকারে দেখবে আইসিসি৷ আইসিসি মূল কাজ হলো সদস্য দেশগুলোর সাথে আলোচনা করা ও একটি রিপোর্ট তৈরী করা যার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে আইসিসি৷