লেখক
জ্যোতিবিকাশ সিন্হা
আকুল দু’টি নয়নে
চেয়ে থাকি পথপানে
ভাবি, এই বুঝি তুমি এলে৷
তুমি আসবে তাই,
সীমাহীন খুশির দোলায়
আজ হৃদয় আমার দোলে৷৷
ঝরাপাতার শীতের পরে
যেন ফাগুন-হাওয়া আমার ঘরে
ঋতু-পরাগের সুবাস ঢালে৷
মনোবীণার গোপন তারে
অচেনা সুরের ঝংকারে
অনন্ত সুখের অমিয় ধারায়
আমায় তুমি ভাসালে৷৷
আকাশ জল সবই ভাল
মধুর প্রীতি ধারা
সোহাগ মেশা সুর ও লয়
করে মাতোয়ারা৷
- Log in to post comments