অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বোকারো ঃ গত ৫, ৬ই জুন বোকারো জেলার চাষ ব্লকের চটিকার গ্রামে এই জেলার আনন্দমার্গের ভুক্তিপ্রধান মিথুন মুণ্ডার বাড়ীতে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ ৫ই জুন দুপুর ১টা থেকে ৬ই জুন দুপুর ১টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম’ মহামন্ত্রের নাম সংকীর্ত্তন হয়৷ কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পুস্তক থেকে স্বাধ্যায় করেন শ্রীলক্ষ্মীকান্ত মাহাত৷ এরপর আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, আচার্য সিতিকণ্ঠানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ হিতবাদিনী আচার্যা৷নিজস্ব সংবাদদাতা, বোকারো ঃ গত ৫, ৬ই জুন বোকারো জেলার চাষ ব্লকের চটিকার গ্রামে এই জেলার আনন্দমার্গের ভুক্তিপ্রধান মিথুন মুণ্ডার বাড়ীতে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ ৫ই জুন দুপুর ১টা থেকে ৬ই জুন দুপুর ১টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম’ মহামন্ত্রের নাম সংকীর্ত্তন হয়৷ কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পুস্তক থেকে স্বাধ্যায় করেন শ্রীলক্ষ্মীকান্ত মাহাত৷ এরপর আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, আচার্য সিতিকণ্ঠানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ হিতবাদিনী আচার্যা৷