অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ ও ৫ জুলাই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী ব্লকের অন্তর্গত শিলদায় স্থানীয় আনন্দমার্গ সুকলে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়৷ ৪ঠা জুলাই দুপুর ৩টা থেকে ৫ই জুলাই দুপুর ৩টা পর্যন্ত ‘বাবা নাম কেবলম্’ মহাসংকীর্ত্তন চলে৷ এই অখণ্ড কীর্ত্তনে স্থানীয় জনসাধারণ, স্কুলের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, পার্শ্ববর্তী এলাকার আনন্দমার্গীরা ও আনন্দমার্গের বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী উপস্থিত ছিলেন৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা, গুরুপূজার পর স্বাধ্যায়-অনুষ্ঠানে মার্গগুরুদেবের পুস্তক থেকে তাঁর প্রবচন পাঠ করে শোণান আনন্দমার্গ সুকলের প্রধান শিক্ষক শ্রী সুনীল কুমার সাধু৷ এরপর আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন প্রবীণ সন্ন্যাসী  আচার্য মুক্তানন্দ অবধূত ও আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ মুক্তানন্দজী বলেন, মানুষের জীবনের একটা চরম লক্ষ্য আছে, আর তা হ’ল পরমব্রহ্ম৷ পরমব্রহ্ম থেকেই সবাই এসেছে ও পরমব্রহ্মই সবাইকার জীবনের পরম লক্ষ্য৷ সাধনা ও সৎকর্মের  মধ্য দিয়ে মানুষ তাঁর জীবনের পরম লক্ষ্যে পৌছতে পারে ও পরমানন্দ লাভ করতে পারে৷ আচার্য নিত্যতীর্থানন্দজী বিশেষ করে যোগসাধনার ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন, যোগাসন, প্রাণায়াম, ধ্যান প্রভৃতির নিয়মিত অনুশীলনের মাধ্যমে মানুষ শারীরিক সুস্থতা, দুর্বার মনঃশক্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারে৷

উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷