অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ঃ গত ২রা সেপ্ঢেম্বর সকাল ৮-৩০ থেকে ১১-৩০ পর্যন্ত মেদিনীপুরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতী কল্পনা গিরির নাতনী কুমারী দিব্যশ্রী গিরির জন্মদিন উপলক্ষ্যে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত  ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ কীর্ত্তিলেখা আচার্যা ও আচার্য সেবাব্রতানন্দ অবধূত৷ মিলিত সাধনা ও গুরুপূজার পরে কীর্ত্তন মহিমা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷

 গত ২৬শে আগষ্ট শ্রাবণীপূর্ণিমা উপলক্ষ্যে মেদিনীপুর কেরানীতলা আনন্দমার্গ আশ্রমে ৩ ঘন্টাব্যাপী  অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্যে বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত৷

মেদিনীপুর, গোয়ালতোড় ঃ গত ৪-৫ই সেপ্ঢেম্বর গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলে ২৪ ঘন্ট্যা ব্যাপী অখন্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে  স্থানীয় দুই শতাধিক মার্গী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন শেষে বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত ও আচার্য অমৃতাবোধানন্দ অবধূত ৷ কীর্ত্তন উপলক্ষ্যে  প্রায় পাঁচ শতাধিক মানুষের নারায়ণ সেবার আয়োজনও করা হয়েছিল৷ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্ব ছিলেন বঙ্কিম মাহাত (ইউ. বি.পি) ও আনন্দমার্গ স্কুলের শিক্ষকবৃন্দ৷

হুগলী, চাঁপাডাঙ্গা ঃ গত ২৬শে আগষ্ট হুগলী জেলার চাঁপাডাঙ্গা, বালিপুর, তারকেশ্বর আনন্দমার্গ  স্কুলে শ্রাবণী  পূর্ণিমা উপলক্ষ্যে অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান শেষে শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্যে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷