দুর্র্গনগর (উত্তর ২৪ পরগণার) গত ১০ই ডিসেম্বর উত্তর ২৪ পরগণার আনন্দমার্গের ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাসের বাসভবনে ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের ৬ ঘন্টাব্যাপী অখন্ডকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অখন্ড কীর্ত্তন পরিচালনা করেন আচার্য সেবাব্রতানন্দ অবধূত হরলাল হাজারি, শুভদীপ হাজারি প্রমুখ৷ এই অনুষ্ঠানে আনন্দমার্গের বহু সন্ন্যাসী ও সন্ন্যাসিনী ও ২৪ পরগণার বহু আনন্দমার্গী যোগদান করেন৷ কীর্ত্তন অনুষ্ঠানের পর আচার্য বাসুদেবানন্দ অবধূত শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন থেকে ‘কীর্ত্তন মহিমা’ বিষয়ক প্রবচন পাঠ করে শোনান৷ এরপর আনন্দমার্গের আদর্শ, সাধনা ভক্তিতত্ত্ব ও কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য-কাশীশ্বরানন্দ অবধূত৷ আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, সন্তোষ বিশ্বাস প্রমুখ৷
বনগাঁ
গত ১০ই ডিসেম্বর বনগাঁর ট্যাংরা কলোনীতে অসীম বিশ্বাসের বাসভবনে ‘াা নাম কেবলম্’, মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৭ টা থেকে দুপুর ১ টা -এই ছয় ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তনে বনগাঁ এলাকায় প্রায় সমস্ত আনন্দমার্গী যোগদান করেন৷ এছাড়া আচার্য তন্ময়ানন্দ অবধূত, আচার্য বোধিসত্তানন্দ অবধূত, আচার্য অনুপমানন্দ অবধূত, এছাড়াও এখানকার ডি.এস.এল.দিদি ছাড়া আরও কয়েকজন সন্ন্যাসিনী দিদিও উপস্থিত ছিলেন৷ কীর্ত্তনের পর আচার্য তন্ময়ানন্দ অবধূত, আচার্য বোধিসত্তানন্দ অবধূত প্রমুখ ভক্তিতত্ব ও কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন৷
ত্রিপুরা
গত ২০শে নবেম্বর বিশিষ্ট আনন্দমার্গী সুনীল সাহাজীর মাছমারা বাসভবনে বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত ‘াা নাম র্কেলম্’ মহামন্ত্রের অখন্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অখন্ড কীর্ত্তনের পর ভক্তি তত্ত্ব ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য সুনন্দানন্দ অবধূত ও আচার্য কর্মেশ্বরানন্দ অবধূত৷