পুরুলিয়া ঃ গত ২৬শে জানুয়ারী বরাবাজার থানার বকুলনগর গ্রামে অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ যজ্ঞেশ্বর সাহার উদ্যোগে আয়োজিত ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের এই অখণ্ড নাম সংকীর্ত্তনে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এক ভক্তিভাবাপ্লুত সুন্দর পরিবেশ রচনা করেন৷ অখণ্ড কীর্ত্তন শেষে অম্বুজাক্ষ মাহাত মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান৷ এরপর আনন্দমার্গের সাধনা ও কীর্ত্তনের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য্য সত্যস্বরূপানন্দ অবধূত৷ তিনি বলেন, সাধনা ও কীর্ত্তন মানুষের মনের সমস্ত কলুষতা দূর করে মনকে পবিত্র করে তোলে৷ তাই সুন্দর সমাজ গড়তে গেলে সমাজের মানুষকে আধ্যাত্মিক পথে আনতে হবে ও সর্বত্র কীর্ত্তনানুষ্ঠানের ব্যবস্থা করতে হবে৷
আনন্দনগর ঃ গত ২,৩ ফেব্রুয়ারী আনন্দনগরের সেন্ট্রাল চিল্ড্রেন হোম (কেন্দ্রীয় শিশুসদনে) মাসিক ২৪ ঘন্টা ব্যাপী কীর্ত্তনানুষ্ঠান হয়৷ এতে আনন্দনগরের সমস্ত সন্ন্যাসী দাদারা, উমানিবাসের সন্ন্যাসিনী দিদিরা, আনন্দনগরে বিভিন্ন স্কুল, কলেজ ও হোষ্টেলের ছাত্ররা ও সাধারণ মার্গীরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷