আলু থেকে মুখ ঘোরাচ্ছে চাষীরা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 মেমারী ঃ কিছুটা হলেও চাষীদের মুখ আলু চাষ থেকে ঘুরেছে বলে মনে করা হচ্ছে মেমারীর বুলবুলিতলা এলাকার আলু চাষী মধুসুদন বাগ৷ তিনি বলেন পরপর আলুতে লোকসান খেয়ে এখন আলু চাষীরা আলু দেখলেই ভয় পাচ্ছে৷ আলু চাষের উন্মাদনা ও আনন্দ উধাও হয়ে গেছে তাদের মুখ থেকে৷ আলু চাষে চাষীদের এই অনীহা ব্যাপক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন আলু ব্যবসায়ী স্বরূপ মণ্ডল৷ তিনি বলেন এই অনীহা যদি পাঁচ বছর থাকে তাহলে আলু ব্যবসার সঙ্গে যুক্ত অন্তত পাঁচ লক্ষ মানুষ বেকার হয়ে পড়বে৷ অনেক হিমঘরের ঝাঁপও বন্ধ হয়ে যাবে৷ অন্য চাষের স্বাদ পেয়ে গেলে আলু চাষীরা আলুর দিকে আর কখনও মুখ ফেরাতে নাও পারে৷ এমনিতেই চাহিদা কমে যাওয়ায় এবছর পাঞ্জাবের আলুবীজের চাহিদা একেবারে কমে গেছে৷ যার ফলে আলু বীজের দাম অনেকটাই কমে গেছে৷