সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
হঠাৎ আলুর দাম বেড়ে যাওয়ার বাঙালী মধ্যবিত্তদের মাথায় হাত৷ কেননা, বাঙালীদের সব্জি হিসেবে আলু চাই-ই চাই৷ প্রায় সব তরকারীর সঙ্গে আলু না হলে চলে না৷ গত সপ্তাহে জ্যোতি আলুর দাম ছিল ১২ টাকা কিলোপ্রতি, আর চন্দ্রমুখী আলু ১৪ টাকা৷ এ সপ্তাহে জ্যোতি আলুর দাম হঠাৎ বেড়ে হয়েছে ১৮ টাকা আর চন্দ্রমুখী আলু ২০ টাকা৷
এর কারণ যেটুকু জানা যাচ্ছে তা হল, এখন হিমঘর থেকেই আলু আনতে হচ্ছে৷ প্রতিবেশী রাজ্য থেকেও আলু না আসা পর্যন্ত আলুর দাম কমার আশা নেই৷ নূতন আলু মাঠ থেকে না ওঠা পর্যন্ত অর্থাৎ সামনের কয়েকমাস আলুর দাম কমার সম্ভাবনা কম৷