আমার ছড়া পাতায় পাতায়

লেখক
সাধনা সরকার

আমার ছড়া তোমার ছড়া

                ছড়ায় ভুবন ভরা

আম আঁটিটার ভেপু যেন

                মনটা খুশী করা৷

অনেক ডাকের মিলন সুরে

                কী আনন্দ মোদের

স্বপ্ণ নাচে তালে তালে

                অনেক ভেতরের৷

আহা কী আনন্দ! আনন্দনগরে

                আকাশ-বাতাসে

হাজার শিশুর গন্ধ গানে

                পলাশ ফোটা বাসে৷

রাঙা মাটি ডাকছে যেন

                আয়রে কাছে আয়,

ছড়ার হাসি ছড়ার খুশী

                পড়ার পাতায় পাতায়৷

 

খেলার মজা

আচার্য গুরুদত্তানন্দ অবধূত

ছুটোছুটি খেলাতে মজা

আয় তোরা আয় না

ঘরের কোনে বসে বসে

করিস শুধু বায়না

লুকোচুরি খেলার মাঠে

খঁুজে কেহ পায় না

ছোঁ মেরে ধরতে গিয়ে

ধরাই যেন যায় না৷

খ্যাপা বাউল মাতে গানে

দেখে নিজ আয়না

অরূপ রতন খঁুজি মনে

কিছু আর চায় না৷