আমার গর্ব করো খর্ব

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

আমার মাঝে আমায় নিয়ে

করলে আমার শুধুই খোঁজ

তখন দেখি কেবল আমি’-র

ভাবনা নিয়েই করি ভোজ৷

ব্যতিক্রমী হতেও পারি

ভাবি যখন তুমি আমি

শ্বাস প্রশ্বাসের ছন্দের ধারায়

হারিয়ে করি আমায় দামী৷

সেই দামের অমূল্য ধনে

আনন্দের সুর উঠলে ভেসে

সুমুখ পানে তখন দেখি

দাঁড়িয়ে আছ তুমি হেসে৷

তখন আমার আমি’র গর্ব

এক নিমেষে হ’ল শেষ

তখন তোমার চরণ ধরে

আমায় ভাল রাখি বেশ৷