দার্জিলিংয়ে দেশদ্রোহী বিমল গুরুংয়ের বাহিনীর গুলিতে রাজ্য পুলিশের তরুণ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুর গভীর শোক প্রকাশ করে দার্জিলিং জেলার আমরা বাঙালী কমিটি৷ এই উপলক্ষ্যে আমরা বাঙালীর এক শোকমিছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে এয়ার ভিউ মোড়ে এসে পৌঁছায়৷ এখানে এক পথসভায় সন্ত্রাসবাদী বিমলগুরুং ও তার মদৎকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়৷
এখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন খুশীরঞ্জন মন্ডল, বাসুদেব সাহা, শম্ভূসূত্রধর প্রমুখ৷ তাঁরা তাদের বক্তব্যে দাবী রাখেন৷ ---১) অমিতাভ মালিকের হত্যার দায়ে সন্ত্রাসবাদী বিমল গুরুংকে গ্রেফতার করতে হবে,
২) সন্ত্রাসবাদী দল জনমুক্তি মোর্র্চকে নিষিদ্ধ করতে হবে, ৩) বে-আইনীও সংবিধান বিরোধী জি.টি.এ.চুক্তি বাতিল করতে হবে৷ ৪) পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মত দার্জিলিংয়ের সর্বত্রও সুকলে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে৷