‘আমরা বাঙালী’ সচিবের শোকপ্রকাশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়৷ তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেন, ‘‘১৯৭৩ সালে প্রাউট-প্রবক্তা শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে’ তাঁকে কেন্দ্রীয় সরকার সি.বি.আই.-এর মাধ্যমে কারারুদ্ধ করেছিল ও ১৯৭৩ সালে ১২ই ফেব্রুয়ারী পটনা বাঁকীপুর সেন্ট্রাল জেলে তাঁর বিরুদ্ধে বিষ প্রয়োগ করেছিল৷ এই বিষ প্রয়োগের বিচার বিভাগীয় তদন্তের দাবীতে যখন তিনি আমরণ অনশন করেছিলেন, তখন বাজপেয়ী সহ চারজন সাংসদ তাঁর সঙ্গে কারাগারে সাক্ষাৎ করে’ তাঁকে অনশন ভঙ্গ করার জন্যে আবেদন করেছিলেন৷ তাঁরা বলেছিলেন---‘আপনার জীবন অমূল্য, তাই আপনি অনশনের সংকল্প ত্যাগ করুন৷’ তাঁর উত্তরে তিনি বলেছিলেন---‘‘আমি একজন ধর্মগুরু৷ আমি একটা আদর্শের জন্যে সংগ্রাম করছি৷ তাই আমি আমার প্রাণ বাঁচানোর জন্যে আদর্শ থেকে সরে আসতে পারিনা৷’’

বাজপেয়ীজী ও অন্যান্যদের বহু অনুরোধে তিনি যখন তাঁর সংকল্পে অবিচল তখন বাজপেয়ীজী বলেছিলেন---আমাদের জন্যে আপনি কিছু বলুন৷ তখন তিনি তাঁদের বলেছিলেন, ‘If India lives who dies, if India dies who lives.

আজ বাজপেয়ীর মৃত্যুর সংবাদ পেয়ে গুরুদেবের সেই কথাগুলি মনে হচ্ছে৷’’