নিজস্ব সংবাদদাতা ঃ গত ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারী কলিকাতার শ্যামবাজারে আমরা বাঙালীর পক্ষ থেকে একটি কর্মি-প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে ৬০ জন কর্মী যোগ দিয়েছিলেন৷ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে আমরা বাঙালী সচিব বকুল রায় বলেন---আদর্শ সমাজ রচনা করতে গেলে চাই সৎ নীতিবাদী মানুষ ও পূর্ণাঙ্গ আদর্শ তাই আমাদের কর্মীদের নিয়মিত আত্মানুশীলন করতে হবে৷ আর মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের যুগান্তকারী সামাজিক-অর্থনৈতিক দর্শন প্রাউট দর্শনকে আমাদের ভালভাবে জানতে হবে, প্রাউট দর্শনে বর্ণিত অর্থনৈতিক গণতন্ত্র প্রগতিশীল সমাজতন্ত্র, সদ্বিপ্র সমাজ প্রভৃতি সম্পর্কে আমাদের ভালবাবে জ্ঞান রাখতে হবে৷ প্রাউট দর্শন যে আমাদের যুগের প্রতিটি সমস্যার সমাধান---সে সব আমাদের বুঝতে হবে৷
এই তিন দিন ধরে বিভিন্ন প্রাউট-তাত্ত্বিক প্রাউটের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন ভৈরব দত্ত, তারাপদ বিশ্বাস, রবীন সেন, ডঃ ভাস্কর পুরকায়স্থ প্রমুখ বাঙলার ইতিহাস, বাঙালীর জাতিসত্তা ও প্রাউট দর্শনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷
তারাপদ বিশ্বাস বলেন, প্রাউট দর্শন বলে, আঞ্চলিক শ্রীবৃদ্ধির পথ ধরে বিশ্বৈকতাবাদের প্রতিষ্ঠা করতে হবে বিশ্বের প্রতিটি জনগোষ্ঠী তথা সমাজকে সামাজিক-অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ, সর্বাত্মক শোষণমুক্ত করেই বিশ্বৈকতাবাদের প্রতিষ্ঠা সম্ভব৷
ডঃ ভাস্কর পুরকায়স্থ প্রাউট দর্শনের কৃষিনীতি, শিল্পনীতি, সমবায়নীতি প্রভৃতির ওপর বিস্তারিত আলোচনা করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়