জলপাইগুড়ি ঃ অসমে জাতীয় নাগরিকপঞ্জীর নামে প্রায় ৪০ লক্ষ বাঙালীকে অসম থেকে বিতাড়নের চক্রান্তের প্রতিবাদে আমরা বাঙালীর জলপাইগুডি জেলা কমিটির পক্ষ থেকে গত ২৩ শে আগষ্ট এখানকার জেলা শাসকের কাছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি পেশ করা হয়৷ এই স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আমরা বাঙালীর র সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মণ্ডল৷ জেলা সচিব কেশবচন্দ্র সিন্হা, সহসচিব ধীরেন্দ্রনাথ রায়, নীরদ অধিকারী, জেলা সাংস্কৃতিক সচিব বিনয় সরকার প্রমুখ৷
স্মারকলিপি প্রদানের পর আমরা বাঙালীর কর্মী ও সার্থকগণ মিছিল করে কদমতলাতে পৌঁছে এখানে এক পথসভা করেন৷ পথ সভায় বক্তব্য রাখেন খুশীরঞ্জন মন্ডল, কেশব চন্দ্র সিনহা৷ হরেন্দ্র নাথ রায় প্রমুখ৷
তারা বলেন, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ করেছে, রক্ত দিয়েছে , ফাঁসী কাঠে প্রাণ দিয়েছে বাঙালীরা৷
আজ হিন্দী সাম্রাজ্যবাদী চক্রান্তে সেই বাঙালীদের অসম, মণিপুর, ত্রিপুরা--- সর্বত্র বিদেশী তকমা দিয়ে নির্যাতন করা হচ্ছে৷ এর প্রতিবাদে সমস্ত বাঙালীদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে নামতে হবে৷