আমরা বাঙালীর পক্ষ থেকে  শ্যামবাজারে পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতা,১২ইজুন ঃ আমরা বাঙালীর পক্ষ থেকে গত ১২ই জুন রবিবার শ্যামবাজারে পাঁচমাথার মোড় সংলগ্ণ ভূপেন বোস এ্যভিনিউ-এ বিকাল ৫টায়  বর্তমানে দার্জিলিংএ  যে অগ্ণিগর্ভ অবস্থা তৈরী  হয়েছে সেই পরিপ্রেক্ষিতে  একটি পথ সভার আয়োজন করা হয়৷  অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে ‘‘বাংলা আমার দেশ, বাংলাকে ভালাবাসি’’ এই প্রভাত সঙ্গীতটি ও অতুল প্রসাদের গান পরিবেশন করেন কুমারী সুরশ্রী মাইতি৷  এর পরেই সভার কাজ শুরু হয় ৷ বক্তাদের মধ্যে ছিলেন তরুণ ঘোষ, আমরা বাঙালীর কেন্দ্রীয় সহসচিব তারাপদ বিশ্বাস, হিতাংশু ব্যানার্জী, হুগলী জেলা সচিব জ্যোতিবিকাশ সিন্হা, কলকাতা জেলা সচিব সুনীল চক্রবর্তী, জয়ন্ত দাস প্রমুখ৷ কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় তাঁর বক্তব্যে দাবী রাখেন, পাহাড়ে সন্ত্রাস সৃষ্টিকারী বিমল গুরুংকে অবিলম্বে গ্রেফ্তার করতে হবে৷  দার্জিলিং-এর সমস্ত স্কুল কলেজে বাংলা ভাষার পঠন-পাঠন আবশ্যিক করতে হবে৷ তাছাড়া বিমলগুরুং যে নিজেকে পাহাড়ের মুখমন্ত্রী বলে দাবী করছেন এই অসাংবিধানিক বক্তব্যের জন্য পশ্চিমবাংলার সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন না তার জন্যে  তিনি বিস্ময় প্রকাশ করেন৷ সবশেষে এখানে বিমলগুরুংয়ের কুশপুত্তলিকাও দাহ করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা বাঙালীর তরুণ সদস্য উজ্জ্বল ঘোষ৷ তাছাড়া গত শনিবার ১০ই জুন বিকালে কলকাতা জেলা সচিব শ্রী সুনীল চক্রবর্তীর উদ্যোগে আমরা বাঙালীর কর্মীদের নিয়ে হাজরা পার্কে একটি পথসভায় দার্জিলিংয়ে সন্ত্রাস সৃষ্টিকারী বিমলগুরুংকে গ্রেপ্তারের দাবী জানিয়ে  তার কুশপুত্তলিকা দাহ করা হয়৷