গত ২৫ ও ২৬শে সেপ্ঢেম্বর মেদিনীপুর শহরস্থিত দুর্গাদেবী লোধা স্মৃতিভবনে ‘আমরা বাঙালী’র দ্বাদশ ত্রৈবার্ষিক পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ২৫ তারিখ সন্ধ্যায় স্বাধীন ভারতের নাগরিকত্ব আইন ও এন.আর.সির ওপর বিশেষ ক্লাস দেন আমরা বাঙালী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলির কো-অর্ডিনেটর শ্রী তারাপদ বিশ্বাস মহাশয়৷ শ্রী বিশ্বাস ১৯৮৬ ও ২০০৩ সালে নাগরিকত্ব আইন সংশোধন করার ফলে বাঙালীদের কিভাবে সর্বনাশ হচ্ছে তা বুঝিয়ে বলেন৷
২৬শে সেপ্ঢেম্বর সম্মেলনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগের ১৯৯তম জন্মদিবস পালন করা হয়৷ ‘‘তমসা কাটিছে বিহগ ডাকিছে’’ এই গানটি পরিবেশন করে’ সোমা পাত্র এই সম্মেলনের শুভ সূচনা করেন৷ উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রী রবীন্দ্রনাথ বেরা৷ পুরোনো কমিটির পক্ষে জেলা-সচিব শ্রী শঙ্কর প্রসাদ কুন্ডু বিগত ৩ বছরের প্রতিবেদন ও আয়-ব্যয় পাঠ করে শোণান৷ সম্মেলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যথাক্রমে তারাপদ বিশ্বাস (কেন্দ্রীয় সদস্য), বিভূতি দত্ত (রাঢ় সাংঘটনিক সচিব), রাজু মান্না (আইন ও আন্দোলন সচিব) প্রমুখ৷ এর পর নতুন কমিটি গড়ে তোলা হয়৷ জেলা সচিব- শ্রী শঙ্কর প্রসাদ কুন্ডু, যুগ্মসচিব - শ্রী প্রবোধ নন্দী, কার্র্যলয় সচিব- শ্রীমতী অপর্ণা দত্ত, কোষাধক্ষ- শ্রী রঞ্জিৎ ঘোষ, সাংঘটনিক সচিব শ্রী অশোক বেরা, প্রচার ও জনসংযোগ সচিব শ্রী গঙ্গাধর পাত্র, আন্দোলন সচিব- শ্রী নবকুমার সাহু, বাঙালী যুব সচিব- শ্রী সৌরভ নায়েব, উন্নয়ন সচিব- শ্রী দীপক সাড, বাঙালী মহিলা সমাজ-সচিব---শ্রীমতী কল্পনা গিরি, সাংস্কৃতিক সচিব ইলা পাত্র, সদস্য- শ্রী জ্যোতির্ময় সামন্ত ও শ্রী বৃহস্পতি দেব সিংহ৷