আন্দামানে বাঙালীদের সুরক্ষার দাবীতে কলকাতার আন্দামান ভবনে ‘আমরা বাঙালী’র স্মারকপত্র পেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাঙালী বিরোধী জনগোষ্ঠীর দ্বারা দীর্ঘদিন ধরে এখানে বসবাসকারী বাঙালীদের ওপর অত্যাচার ও নির্যাতন চলছে৷ ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করা হয়েছে ও সম্প্রীতি ও সংহতি নষ্টকারী এরকম ঘটনাবলীর তীব্র প্রতিবাদ করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে গত ১২ই অক্টোবর কলকাতার আন্দামান ভবনের সংযোগ রক্ষাকারীর মাধ্যমে এই দ্বীপপুঞ্জের মাননীয় প্রশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র পেশ করা হয়৷ এই স্মারকপত্রে আন্দামানে বাঙালী নির্যাতনের তীব্র প্রতিবাদ করে তাঁর কাছে আন্দামানের বাঙালীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবী জানানো হয়৷ স্মারকলিপি পেশের সময় ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংঘটনের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, যুগ্ম সচিব হিতাংশু ব্যানার্জী, স্বাগতা ব্যানার্জী, শুভদীপ পাল, সুশীল জানা, অরূপ মজুমদার, মিণ্টু বিশ্বাস, শ্যামসুন্দর দেব প্রমুখ৷

(‘আমরা বাঙালী’র প্রদত্ত স্মারকলিপি ৫ পাতায়)

আন্দামানে বাঙালীদের সুরক্ষার দাবীতে কলকাতার আন্দামান ভবনে ‘আমরা বাঙালী’র প্রদত্ত স্মারকপত্র

শ্রদ্ধেয় মহাশয়,

বিনীত নিবেদন এই যে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছুদিন ধরে বাঙালী বিরোধী জনগোষ্ঠী দ্বারা দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালীদের ওপর অত্যাচার নির্যাতন ও অমর্যাদার খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে৷ আমরা ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করছি এবং সম্প্রীতি ও সংহতি নষ্টকারী এরকম ঘটনাবলীর তীব্র প্রতিবাদ করছি৷

এই সব দুঃখজনক ঘটনার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ও অনুরোধ জানাচ্ছি যে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আন্দামানের বাঙালীদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করবেন৷

তারিখ ঃ ভবদীয়---

১২ই অক্টোবর, ২০১৮    বকুল চন্দ্র রায়

               (আমরা বাঙালী কেন্দ্রীয় সচিব), কলিকাতা