কাশ্মীরের পন্ডিত বংশের কন্যা---নাম অঙ্কিতা রায়না৷ টেনিস ব্যাট কথা বলে তার হাতে৷ পঁচিশ বছরের এই তরুণী তাঁর নিজের যোগ্যতায় টেনিস ইতিহাসে নিজের নাম উল্লেখযোগ্য স্থানে নিয়ে গেছে, কিন্তু যতদিন যাচ্ছে তত তার পরীক্ষা আরও কঠিনতর হয়েই চলেছে৷ ফরাসী রাউন্ডে খেলার সুযোগও পেয়েছেন তিনি৷ কিন্তু রোলা গারোজে খেলার ইচ্ছা এবার হয়তো সফল হতে পারে৷ টেনিসের বিশ্বতালিকার মধ্যে ২০০ জনের মধ্যে নিজের নাম তুলেছেন৷ এখন বিশ্বতালিকায় তাঁর র্যাঙ্কিং ১৮৭৷
তিনি বলেছেন, ‘‘স্বপ্ণ এখন সত্যি হল’’ পাগলের মতো খেটেছি, অনেক অপেক্ষাও করেছি , তার ফলস্বরূপ আজ এত ভালবাসা ও প্রার্থনার পুরস্কারও পেলাম৷ তিনি জানেন তাঁর কাছে এই সুযোগটা সহজসাধ্য হবেনা৷ এখন তার সামনে কঠিনতম পরীক্ষা৷ তিনি বললেন, আমি প্যারিসে বসে কোয়ালিফায়ার খেলা দেখেছি, যারা খেলেছিলেন তাদের সঙ্গে অন্য ম্যাচে খেলেছি৷ কিন্তু এবার আমি সুযোগ পেয়েছি খেলার৷ এবার নিজেকে প্রমাণ করতেই হবে৷ আমি শারাপোভা ও উইলিয়মসের খুব বড় ভক্ত ওনাদের খেলা দেখার সুযোগ কোনক্রমেই ছাড়তাম না, এখন ভাবতেও অবাক লাগছে এনারা যে স্থানে খেলে এত বড় খেলোয়াড় হয়েছেন সেখানে আমিও খেলার সুযোগ পেলাম৷ কখনও যদি ওনাদের সাথেও খেলার সুযোগ পেতাম তাহলে আমার ক্রীড়াজীবন ধন্য হয়ে যেত৷