সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১৫ই জানুয়ারী, টুসু পরব ঃ ১৪ই জানুয়ারী থেকে পুরুলিয়ায় টুসু পার্বন ও মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গ্রামে গ্রামে আনন্দ উৎসব, লোকসঙ্গীত, ঝুমুর, বাউল প্রভৃতি নানান নৃত্য গীত সহ উৎসব পালন করা হয়৷ আনন্দনগরে ১৫ই জানুয়ারী টুসু পরব অনুষ্ঠিত হয় পি.পি. হোষ্টেলের মাঠে৷ এই উপলক্ষ্যে নানাপ্রকার খেলাধূলা, দড়ি টানাটানি প্রভৃতি অনুষ্ঠিত হয়৷ দূর-দূরান্ত থেকে নানা রঙ্গিন সাজে সজ্জিত হয়ে টুসু গান গাইতে গাইতে ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা মেলাতে আসে৷ গানের ওপর ও টুসু চৌডলের সাজের ওপর প্রতিযোগিতা হয়৷ এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে পুরসৃকত করা হয়৷ এছাড়া বিভিন্ন সফল ক্রীড়া প্রতিযোগীদেরও পুরস্কার প্রদানের ব্যবস্থা ছিল৷ শেষে সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়৷