আনন্দ পূর্ণিমা উৎসব উঃ ২৪ পরগণায়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯শে  অক্টোবর নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ জন্মতিথি উৎসব মহারোহে পালিত হয়৷ এই উপলক্ষ্যে সকাল ৯-৩০ থেকে ১২-৩০ পর্যন্ত অখন্ড কীর্ত্তন ও  তৎপরে মিলিত সাধনা, স্বাধ্যায় ও  বাণীপাঠ হয়৷  এই উপলক্ষ্যে বারাসাত  হাসপাতালে  রোগীদের মধ্যে  ফল, মিষ্টি ও পানীয় জলের বোতল  বিতরণ  করা হয়৷ এছাড়া, জনসাধারণের  মধ্যে প্রসাদ বিতরণের কর্মসূচীও ছিল৷ বিকেলে আনন্দমার্গীদের  এক শোভাযাত্রা বোরোয়৷ শোভাযাত্রার মাঝে বিভিন্ন স্থানে আনন্দমার্গের  আদর্শের  ওপর বক্তব্য রাখেন ভুক্তি প্রধান সন্তোষ বিশ্বাস, মোহন অধিকারী প্রমুখ৷

বনগাঁ ঃ শুভ আনন্দপূর্ণিমা তিথিতে বনগাঁ আনন্দমার্গ স্কুলে যথারীতি মহাসমারোহে মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর  শুভ জন্মতিথি উৎসব উপলক্ষ্যে অখন্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন ও বাণীপাঠ হয়৷ অখন্ড কীর্ত্তনের  পর মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জীবনী ও আদর্শের ওপর বক্তব্য রাখেন  আচার্য সৈর্বানন্দ অবধূত, জীবেশ মন্ডল ও ইয়ূনিট সেক্রেটারী কৃষ্ণশংকর মুখার্জী৷  এই উপলক্ষ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয় ও তৃষ্ণার্ত পথিকদের জন্যে জলসত্রের আয়োজন করা হয়৷

ঝাউডাঙ্গা ঃ নড়াদা আনন্দমার্গ ইয়ূনিটের পক্ষ থেকেও যথারীতি  আনন্দপূর্ণিমা উৎসব পালন করা হয়৷ এই উপলক্ষ্যে অখন্ডকীর্ত্তন  ও বাণীপাঠ হয়৷ অখন্ডকীর্ত্তনের  পর বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ তিনি মার্গগুরুদেবের জীবনী ও আদর্শের  ওপর  বিস্তারিত আলোচনা করেন৷ আনন্দপূর্ণিমা উৎসব উপলক্ষ্যে নারায়ণ সেবা ও বস্ত্রবিতরণেরও  কর্মসূচী ছিল ও  স্থানীয় দুঃস্থ মানুষদের  মধ্যে  বস্ত্র ও মশারী বিতরণ  করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী কুমুদ দাস৷