আনন্দলোক

লেখক
শ্যামলী দেব

তোমাদের ছেড়ে যেতে মন নাহি চায়

কমোর আহ্বানে তবু যেতে হয়৷

তোমাদের হাসি মুখ দেখে পাই সুখ

পীতির পরশে যে এ আনন্দলোক৷

কত কথা বাজে কাণে থাকি যবে কাজে

মধুরতা ভরা ধরা বৃহৎ এক রাজে৷

সবেতেই এক মন আব এক ঘর

একই আত্মা বিরাজিত নাহি কেহ পর৷

রবে সাথে সব দিন জানি সে গো জানি

ভালবাসা বাসি তাই আনি সবে টানি৷

সবাই আপন

রাহুল মাহাত

আমি যদি হতুম ময়ূরছানা

হিংস্র সাপ হতো আমার খানা৷

বনে বনে নাচতুম সারাদিন

বাজতো তখন ভালবাসার বীণ

পেখম তুলে চলতুম রাজার মত

দেখতে আসতো লোক শত শত

বলতুম তাদের হেথা মোর ঘর

সবাই আপন নয়কো কেহ পর৷