আনন্দমার্গ চর্যাচর্য অনুসারে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অন্নপ্রাশন

আনন্দনগর ঃ গত ৮ই মে আনন্দমার্গীয় বিধিতে ডামরুঘুটু গ্রামের মন্টুলাল মাণ্ডির পুত্র সন্তানের অন্নপ্রাশন  ও নামকরণ অনুষ্ঠান হয়৷ এতে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত, অনুষ্ঠানে শিশুপুত্রের নাম রাখা হয় ‘দেবেন্দ্রনাথ’৷

এই দিন  এই গ্রামেই  সরোজ কিসুকর শিশুকন্যারও অন্নপ্রাশন  ও নামকরণ  অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ শিশুর নাম রাখা হয়-‘তৃষ্ণা’৷ এই অনুষ্ঠানে পৌরিহিত্য করেন অবধূতিকা  আনন্দসুমিতা আচার্যা৷ অনুষ্ঠানে আচার্য, নারায়ণানন্দ অবধূত আনন্দমার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন৷

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১২ই মে পুরুলিয়া জেলার হুড়া  ব্লকের --- লালপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী মুকুন্দমাহাতোর একমাত্র পুত্র তন্ময় মাহাতোর নবজাত শিশুকন্যার নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান আনন্দমার্গীয়  সমাজশাস্ত্রানুসারে  অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা  আনন্দসিুমতা আচার্র্য৷ অনুষ্ঠানে শিশুকন্যার নাম রাখা হয় ’প্রিয়াংসি’৷ বহু আনন্দমার্গী  ভাই-বোনের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়৷ নামকরণের  পর        ‘‘ননীর পুতুল টুটুল টুটুল

        হাত পা নাড়ছে হেসে হেসে৷’’

---এই প্রভাত সঙ্গীতটি গেয়ে  লেখেন আচার্য  শুভপ্রসন্নানন্দ অবধূত৷

আনন্দনগর, ১৫ই মে ঃ ? আনন্দমার্গের স্থূল ও জাগৃতিভবনে ৩ ঘন্টা ব্যাপী অজস্র কীর্ত্তণ অনুষ্ঠিত হয়৷ একমাস আগে থেকে  প্রতিদিন, সন্ধ্যায়  এক ঘন্টা করে কীর্ত্তণের শেষপর্বে এই অখন্ড কীর্ত্তণ অনুষ্ঠান হয়৷ এই কীর্ত্তণ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আচার্য দেবপ্রেমানন্দ অবদূত  ও আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ এদিন স্বাধ্যায়  করেন ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন যথাক্রমে আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত ও আচার্য দেবপ্রেমনন্দ অবধূত৷

নিজস্ব সংবাদদাতা,আগরতলা: গত ৮ই মে গনকি-খোয়াই-তে বিশিষ্ট আনন্দমার্গী শ্রী আশিস ঘোষ ও শ্রীমতী অম্বিকা ঘোষের কন্যা সন্তানের নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ এতে পৌরোহিত্য করেন আচার্য সুনন্দানন্দ অবধূত অনুষ্ঠানে শিশুকন্যার নাম রাখা হয় অদৃজা৷

বৈপ্লবিক বিবাহ

নিজস্ব সংবাদদাতা, আগরতলাঃ গত ২৪শে মে পশ্চিম সিঙ্ঘিনালা, সালেমাতে  আনন্দমার্গীয় বিধিতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্রী ও সুরেশ দেবের কন্যা কল্যাণীয়া লক্ষ্মী দেব ও পত্রপাত্র পশ্চিম মালবাসা, অমরপুরের বাসিন্দা রাধারমন দেবনাথের পুত্র-শ্রীমান সঞ্জীব দেবনাথ৷ এই বিবাহে পৌরোহিত্য করেন আচার্য সর্বজ্ঞানানান্দ অবধূত ও অবধূতিকা  আনন্দ সরিতা আচার্র্য৷ আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুনন্দানন্দ অবধূত৷   

শ্রাদ্ধানুষ্ঠান

১০ই এপ্রিল ৭নং ধলেশ্বর, আগর তলা বিশিষ্ট আনন্দমার্গী কৌশিক দেবনাথের পিতা প্রয়াতা আশিষ বরণ দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত  হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য রবীশানন্দ অবধূত৷ আনন্দমার্গের সামাজিক  অনুষ্ঠানের বৈশিষ্ট্যের ওপর বক্তব্য রাখেন  আচার্য কল্যাণশ্বরানন্দ অবধূত৷

নিজস্ব সংবাদদাতা ,কলকাতাঃ আক্রার প্রবীণ আনন্দমার্গী  পুষ্পেন দে গত ২৪শে মে পরলোক গমন করেন৷ গত ৩রা জুন আনন্দমার্গের সমাজ শাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানের পর প্রয়াতের স্মৃতিচারণ করেন শ্রী গোরাপদ দে মহাশয়৷ এই শ্রাদ্ধানুষ্ঠানে প্রয়াত পুষ্পেন দের ধর্মপত্নী,পুত্র আত্মীয়সজন ছাড়াও আনন্দমার্গের বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী উপস্থিত ছিলেন৷