আনন্দমার্গ মহিলা কল্যাণ বিভাগ ও গার্লস্ প্রাউটিষ্টের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ঃ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনন্দমার্গ মহিলা কল্যাণ বিভাগ ও গার্লস্ প্রাউটিষ্টের যৌথ উদ্যোগে কলেজ স্কোয়ার থেকে এক শোভাযাত্রা বের হয়৷ প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টিপাতের মধ্য দিয়েই এই মিছিল ধর্মতলায় রাণী রাসমণি এভিনিউয়ে এসে পৌছয়৷ এখানে এক জনসভার আয়োজন করা হয়৷ এই জনসভায় সমাজের বিভিন্ন স্তরের নারী নির্যাতন ও নারীর ওপর অবদমনের প্রতিবাদে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন৷ বক্তাদের মধ্যে ছিলেন শ্রীমতী অপর্ণা দত্ত, শ্রীমতী দীপিকা নাগ, সাগরিকা পাল, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ গীতিশুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, অবধূতিকা আনন্দ প্রজ্ঞা আচার্য প্রমুখ৷ তাঁদের বক্তব্যের মধ্যে বিশেষ করে যে দাবীগুলি তুলে ধরা হয় তাদের মধ্যে ছিল---
(১) নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি দিতে হবে ও প্রয়োজনে প্রচলিত আইন সংশোধন করতে হবে৷
(২) কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার বিশেষ ব্যবস্থা করা৷
(৩) নারীদের আত্মরক্ষার্থে ও শারীরিক–মানসিক বিকাশের জন্যে জুডো–ক্যারাটে সহ কৌষিকী নৃত্যের প্রশিক্ষণ৷
(৪) প্রাথমিক শিক্ষকতার কাজে যাতে শুধু মেয়েদেরই নিয়োগ করা যায় তার ব্যবস্থা করা৷
(৫) সিনেমা, টিভি ও বিজ্ঞাপনে অনাবৃত নারীদেহ প্রদর্শন নিষিদ্ধ করা৷
(৬) সর্বোচ্চস্তর পর্যন্ত নারী–শিক্ষাকে বাধ্যতামূলক, অবৈতনিক ও অধ্যাত্ম–ভিত্তিক করে গড়ে তোলা৷
(৭) প্রতিটি নারীর প্রকৃত সামাজিক–র্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিতকরণ৷
(৮) অপমানজনক কন্যা–সম্প্রদান রীতি ও পণ প্রথা কার্যতঃ নিষিদ্ধকরণ ও সংশ্লিষ্ট আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি৷