হাওড়া জেলার শ্যামপুর ব্লকের সুলতানপুর আনন্দমার্গ স্কুলে গত ৫ই আগষ্ট একটি ব্লক সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে ‘ব্রহ্মসদ্ভাব’-এর ওপর আলোচনা করেন আমতা আনন্দমার্গ স্কুলের প্রবীণ শিক্ষক শ্রীলক্ষ্মীকান্ত হাজরা৷ ‘নব্যমানবতাবাদে’র ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রীমিয় পাত্র৷ সেমিনারে উপস্থিত ছিলেন আচার্য পুণ্যব্রতানন্দ অবধূত, বিশিষ্ট আনন্দমার্গী জয়ন্ত শীল, অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা ও স্থানীয় মার্গী ভাই-বোনেরা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীসুব্রত কুমার সাহা, স্বতন্ত্র বৈতালিক প্রমুখ৷
গত ১৫ই আগষ্ট উলুবেরিয়া মহকুমার হাসপাতালে হাওড়া জেলা ভি.এস.এস.-এর পক্ষ থেকে হাসপাতাল পরিষ্কার করা ও রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন হাওড়া জেলার ভি.এস.এস.-এর ভুক্তিপ্রধান শ্রী অমিয় পাত্র, প্রবীণ ভি.এস.এস. ভলেণ্টিয়ার নরহরি মণ্ডল, ভি.এস.এস.-এর সি.এস. আচার্য সর্বজয়ানন্দ অবধূত, ভুক্তিপ্রধান সুব্রত সাহা, আচার্য পূর্ণব্রতানন্দ অবধূত, বকুল চন্দ্র রায় প্রমুখ৷ গার্লস্ ভলেণ্টিয়ার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দ গুণময়া আচার্যা, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, গোপা শীল, মণিকা দেবী প্রমুখ৷
গত ২৫শে আগষ্ট আনন্দমার্গ সেবাদলের পক্ষ থেকে হাওড়ার বাগনান ব্লকে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ উক্ত মেডিকেল ক্যাম্পে ডাঃ চাঁদমোহন পাল ও শ্যামাপদ দলুই শতাধিক দুঃস্থ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন৷ এই মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও অমিয় পাত্র৷ এছাড়া উপস্থিত ছিলেন সেবাদলের আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত, গোবিন্দ ভৌমিক, মহাব্রত দেব, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা ও অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা৷
হুগলী ঃ গত ২৭ ও ২৮ শে জুলাই হুগলী জেলার শ্রীরামপুরে মশাট আনন্দমার্গ স্কুলে ডিটের ডিট সেমিনার অনুষ্ঠিত হয়৷ ২দিন ব্যাপী এই সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য সুবিকাশানন্দ অবধূত (ডি.এস. হুগলী)৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের ওপর ও ব্রহ্মসদ্ভাবের ওপর বিস্তারিত আলোকপাত করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ এই সেমিনারে প্রায় শতাধিক মার্গী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন৷
চুঁচুঁড়া ঃ গত ২৬ শে আগষ্ট চুঁচুঁড়া ডিটের ডিট সেমিনার অনুষ্ঠিত হয় ধনেখালি আনন্দমার্গ প্রাইমারি স্কুলে৷ উক্ত সেমিনারে আনন্দমার্গ দর্শনের বিস্তারিত আলোচনা করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷
আরামবাগ ঃ গত ৪ ও ৫ই আগষ্ট আরামবাগ ডিটের ডিট সেমিনার অনুষ্ঠিত হয় বালিপুর আনন্দমার্গ স্কুলে৷ ২ দিন ব্যাপী এই সেমিনার উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মার্গী ভাই-বোনেরা৷ উক্ত সেমিনারে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দ দূ্যতিময়া আচার্য ও আচার্য সুবিকাশানন্দ অবধূত৷
শ্রীরামপুর ঃ গত ২রা সেপ্ঢেম্বর শ্রীরাম ব্লকের ব্লক সেমিনার অনুষ্ঠিত হয় শ্রীরামপুর আনন্দমার্গ স্কুলে৷ উক্ত সেমিনারে শ্রীরামপুরের বহু মার্গী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন৷ উক্ত সেমিনারে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷