আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নববর্ষে  বকুল বিতান আনন্দমার্গ স্কুলের বার্ষিক  সাস্কৃতিক অনুষ্ঠান৷ প্রথমে শ্রীশ্রী তপনচন্দ্র চ্যাটার্জী মহাশয়৷

এরপর আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রারা  বাংলা ছড়া, কবিতা, ইংরেজী রাইমস্, সংসৃকতি শ্লোক, গান, নাচ প্রভৃতি পরিবেশন করে৷  ছাত্র-ছাত্রাদের দ্বারা পরিবেশিত নাটক ‘লালকমল-নীলকমল’ সমস্ত দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে৷ নাটকের ভাষ্যকার ছিলেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷  সমগ্র  অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ আচার্য দানব্রতানন্দ অবধূত৷