গত ৯ই জুলাই ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বরুয়ান ব্লকের কাটা সিমলা গ্রামে আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় ইয়ূনিটের পক্ষ থেকে ইয়ূনিট সেক্রেটারী শ্রী পরিক্ষিৎ নায়েকের পরিচালনায় ১২ ঘন্টাব্যাপী ‘াা নাম কেবলম্’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন ভঞ্জভূমের আনন্দমার্গের ডিট্ সেক্রেটারী আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত, সেবাধর্ম মিশনের ভুক্তিপ্রধান শ্রীসুরেশ নায়েক, প্রীতিলতা নায়েক, শরৎ মাহাত, ললিতা মাহাত, গীতা মাহাত, সত্যবতী মাহাত প্রমুখ৷
কীর্ত্তনান্তে মিলিত সাধনার পর আনন্দমার্গের সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান বিশ্বনাথ মাহাত ও আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷ আচার্য ব্রতনিষ্ঠানন্দজী বলেন, মানুষের জীবনে মুখ্য উদ্দেশ্য ঈশ্বরলাভ৷ এ কথা ভুললে চলবে না৷ তাই ঈশ্বর সাধনা প্রতিটি মানুষের কর্তব্য৷ আর ঈশ্বর সাধনা মনের প্রসারতা ঘটায় মনকে আনন্দ দান করে ও মানুষের মধ্যে নিঃস্বার্থ সেবার ভাব জাগায়৷
এখানে সারা দিনব্যাপী চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়৷ এই চিকিৎসা শিবিরে গ্রামের দেড়শতাধিক দুঃস্থ রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয় ও বিনামূল্যে তাদের ওষুধ দেওয়া হয়৷ এই চিকিৎসা শিবিরে চিকিৎসার দায়িত্বে ছিলেন ডঃ কৌশিক দত্ত ও ডঃ যুধিষ্ঠির মাহাত৷
এরপর এখানে নারায়ণ সেবারও আয়োজন করা হয় ও গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷