গত ১২ই মার্চ আনন্দমার্গের কলকাতাস্থিত কেন্দ্রীয় আশ্রমে বসন্তোৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে বিকেলে তিন ঘণ্টা ব্যাপী বাবা নাম কেবলম্ অখণ্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখণ্ড কীর্ত্তনে কলিকাতা ও পাশ্ববর্তী জেলাগুলির আনন্দমার্গীরা, আনন্দমার্গের বহু অবধূত, অবধূতিকা, আচার্য ও আচার্যারা উপস্থিত ছিলেন৷ অখণ্ড কীর্ত্তনের পর বসন্তোৎসব সর্ম্পকিত বাবার প্রবচন পাঠ করা হয় প্রবচনটি পাঠ করেন আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷ এরপর আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত হোলি, ফগুয়া ও দোলযাত্রা উৎসবের তাৎপর্য ব্যখ্যা করেন৷ তিনি দোলযাত্রায় রং খেলার সূক্ষ্ম আধ্যাত্মিক ভাব সম্পর্কে বলেন---আমাদের মনে নানান জাগতিকতার রং লাগে৷ ভক্তের উচিত তার মনের রংকে পরমপুরুষের চরণে অর্পণ করা ও পরমপুরুষের রঙে নিজেকে রঞ্জিত করা৷ এইভাবে ভক্ত ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়৷
বক্তব্যের পর সমবেত সবাই ভক্তি আপ্লুত চিত্তে মার্গগুরুদেবের প্রতিকৃতির চরণে আবীর দেন৷ পরে পরস্পরের মধ্যে আবীর খেলা করেন৷ রং খেলার পর ধর্মপ্রচার বিভাগের পক্ষ থেকে সকলের মধ্যে মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়