আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কলকাতায় আনন্দমার্গের মহিলা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হ’ল৷ আনন্দমার্গ এক আদর্শ মানব সমাজ গড়তে চায়৷ এই আদর্শ মানব সমাজ রচনায় মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ আনন্দমার্গের   সাধনা, শিক্ষা, সেবা ও ত্রাণ বিভাগের বিভিন্ন কর্মসূচীর রূপায়ণের মাধ্যমে কীভাবে মহিলাদের সমাজসেবা কাজের দায়িত্ব নিতে হবে --- মূলতঃ এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্যেই এই সম্মেলনের আয়োজন৷

এই সম্মেলনে প্রধানতঃ কলকাতা ডায়োসিস, ব্যারাকপুর ডায়োসিস ও হুগলি ডায়োসিস থেকে প্রায় শতাধিক মহিলারা যোগদান করেছিলেন৷

সম্মেলনে অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা আধ্যাত্মিক সাধনার গুরুত্বের ওপর , অবধূতিকা আনন্দ বীতরাগা আচার্যা যোগাসন, কৌশিকী নৃত্য প্রভৃতির ওপর অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা ‘নারী জাগরণের’ ওপর ও অবধূতিকা আনন্দকরুনা আচার্যা সাংঘটনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷

 

এই সম্মেলনের ব্যবস্থাপনায় ছিলেন জি.ভি-র সেন্ট্রাল ইনচার্জ অবধূতিকা আনন্দগুণময়া আচার্যা, আনন্দবীতরাগা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠান শেষে প্রায় সবাই পুনর্বার এ ধরণের সম্মেলনের আয়োজনের আগ্রহ প্রকাশ করেন৷

শ্রীমতী তনুকা সরকার (মার্গগুরুদেবের পুত্রবধূ) অনুষ্ঠানের উদ্বোধন করেন৷