আনন্দমার্গের পক্ষ থেকে অখন্ডকীর্ত্তন, অন্নপ্রাশন ও বস্ত্রবিতরণ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই জুন বণগাঁর রামচন্দ্রপুরে বিশিষ্ট আনন্দমার্গী শ্রী নিত্যানন্দ দাসের গৃহপ্রাঙ্গনে অখন্ডকীর্ত্তন ও মার্গীয় বিধিতে  একটি অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান হয়৷ সকালে ৩ঘন্টা ব্যাপী 'বাবানাম কেবলম্’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ মনোময়া আচার্যা, হরলাল হাজারী, কুমুদ দাস, শুভদীপ হাজারী প্রমুখ৷ অখন্ড কীর্ত্তনের পর মার্গীয় বিধিতে শ্রী নিত্যানন্দ বিশ্বাসের পৌত্র ও শ্রী সঞ্জয় বিশ্বাসের শিশুপুত্রের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানে শিশুর নাম রাখা হয় ‘তথাগত’৷  এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন  আচার্য পরিতোষানন্দ অবধূত৷

এরপর কীর্ত্তন মহিমা  ও আনন্দমার্গের  আদর্শের  ওপর বক্তব্য রাখেন আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য বোধিসত্তানন্দ অবধূত ও তারাপদ বিশ্বাস৷

আনন্দমার্গের পক্ষ থেকে বেশ কিছু দু:স্থ মহিলাকে এদিন বস্ত্রদানও করা হয়৷ সর্বশেষে সবাই মিলিত আহারে অংশগ্রহণ করেন৷