আনন্দমার্গের যুগান্তকারী আদর্শকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে দেশে-বিদেশে সর্বত্রই আনন্দমার্গের ষান্মাসিক সেমিনারের কর্মসূচী নেওয়া হয়৷ সেই অনুসারে বিগত আনন্দনগর ধর্ম সম্মেলনে ও আনন্দমার্গের আগামী ৬ মাসে সেমিনার কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷
বলা বাহুল্য, এই কর্মসূচী ভারতের বিভিন্ন রাজ্যে নেওয়া হয়েছে তেমনি বহির্ভারতে বিভিন্ন দেশেও নেওয়া হয়েছে৷
এই কর্মসূচী অনুসারে কলকাতা সার্কেলের সেমিনার রয়েছে (ফার্স্ট ডায়োসিস)---(১) ২২, ২৩, ২৪ জুন নডিহা আনন্দমার্গ সুকল, পুরুলিয়া৷ এখানে আসবেন টাটা ও মুরি ডায়োসিসের আনন্দমার্গীরা৷ (২) ২৯, ৩০ জুন ও ১লা জুলাই রঘুনাথবাড়ী, পূর্ব মেদিনীপুর৷ এখানে আসবেন মেদিনীপুর ডায়োসিস ও বাঁকুড়া ডায়োসিসের আনন্দমার্গীরা৷ (৩) ৬,৭,৮ জুলাই আমতা (হাওড়া)---হুগলী, বর্ধমান ও দুমকা ডায়োসিসের জন্যে৷ (৪) ১৩,১৪,১৫ জুলাই বনগাঁ---কলকাতা, বারাকপুর ও কৃষ্ণনগর ডায়োসিসের জন্যে৷
(৫) ২৯,৩০ জুন ও ১লা জুলাই রাইগঞ্জ---রাইগঞ্জ ডায়োসিসের জন্যে৷ (৬) ২২,২৩,২৪ জুন শিলিগুড়ি---আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, ডায়োসিসের জন্যে৷ (৭) ২৯, ৩০ জুন ও ১লা জুলাই পাওয়ার হাউসে আনন্দনগর ডায়োসিসের সেমিনার হবে৷ (৮) ১৩, ১৪, ১৫ই জুলাই ডিগালিপুরে আন্দামান ডায়োসিসের সেমিনার হবে৷
শিলং সার্কেল--- (১) গুয়াহাটি---গুয়াহাটি ও শিলং ডায়োসিসের সেমিনার৷ (২) ২৯, ৩০ জুন ও ১লা জুলাই ডিমাপুর---লামডিং ও কোহিমা ডায়োসিসের সেমিনার৷ (৩) ৬,৭,৮ জুলাই হাইলাকান্দি---শিলচর ও করিমগঞ্জ ডায়োসিসের সেমিনার৷ (৪) ১৩,১৪,১৫ই জুলাই খোয়াই--- আগরতলা ডায়োসিসের সেমিনার৷