গত ৫ ও ৬ই আগষ্ট বর্ধমানের বোরহাট আনন্দমার্গ সুকলে দ্বিতীয় ডায়োসিস স্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ বীরভূম, বর্ধমান ও নবদ্বীপের আনন্দমার্গীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ এই সেমিনারে মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য নির্মল শিবানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা৷ সেমিনার শেষে পশ্চিম মেদিনীপুর ও পূর্বমেদিনীপুরে যথাক্রমে কাজল ঘোষ ও চিত্তরঞ্জন বিশ্বাসের নেতৃত্বে দুই জেলার ভুক্তি কমিটি তৈরী করা হয়৷ সেমিনারটির ব্যবস্থাপনায় ছিলেন আচার্য কৃতাত্মানন্দ অবধূত (ডায়োসিস সেক্রেটারী)৷
জামশেদপুর ঃ গত ২৮,২৯ ও ৩০ শে জুলাই জামসেদপুরের বিশ্বনগর আনন্দমার্গ সুকলে ত্রিদিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে প্রশিক্ষক রূপে উপস্থিত ছিলেন আচার্য সর্বাত্মানন্দ অবধূত ও আচার্য নির্মল শিবানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক ও প্রাউটের বহুমুখী উন্নয়নের পরিকল্পনার ওপর বিশদ আলোচনা করেন৷ এই সেমিনারে-পূর্বসিংভূম, পশ্চিম সিংভূম, পূর্ব ও পশ্চিম ময়ূরভঞ্জ, সরাইকেলা, খরসোঁয়া প্রভৃতি এলাকা থেকে দুই শতাধিক আনন্দমার্গী যোগ দেন৷ সেমিনারের দ্বিতীয় দিন আনন্দমার্গীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়, শোভাযাত্রায় সঙ্গে সঙ্গে মার্গের আদর্শ ও বহুমুখী সমাজসেবা সম্বলিত প্রচারপত্রও বিলি করা হয়৷ শোভাযাত্রায় আনন্দমার্গীরা শ্লোগান দেন, ‘মানব সমাজ এক ও অবিভাজ্য’ ‘মানুষ মানুষ ভাই ভাই’ ‘সকল মানুষের ধর্ম এক’ ইত্যাদি৷