গত ১৮ই জুন হুগলি জেলার উত্তরপাড়াতে অধ্যাপক শুভমানস ঘোষের বাড়ীতে আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় শাখার পক্ষ থেকে কীর্ত্তন, মিলিত সাধনা ও তত্ত্বসভার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ নিরুক্তা, অবধূতিকা আনন্দ বিষ্ণুপ্রিয়া আচার্যা, শুভদীপ হাজারী প্রমুখ৷ কীর্ত্তনের পর মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ এরপর মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর কথা ও তাঁর আদর্শের ওপর আলোকপাত করেন অবধূতিকা আনন্দ করুণা আচার্যা, আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত ও আচার্য সত্যশিবানন্দ অবধূত৷ আচার্য প্রসূনানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন, শ্রীশ্রীআনন্দমার্গমূর্ মানবসমাজকে উপহার দিয়েছেন সর্র্বনুস্যুত দর্শন তথা পূর্র্ণঙ্গ আদর্শ৷ তিনি দিয়েছেন যুগোপযোগী যুক্তি ও বিজ্ঞানভিত্তিক আধ্যাত্মিক দর্শন, দিয়েছেন সর্বপ্রকার কুসংস্কার মুক্ত আধ্যাত্মিক সাধনা পদ্ধতি, এর সঙ্গে দিয়েছেন এক যুগান্তকারী সামাজিক অর্থনৈতিক দর্শন---প্রাউট৷ শিক্ষাক্ষেত্রেও তিনি দিয়েছেন নব্যমানবতাবাদী শিক্ষাদর্শ৷ আনন্দমার্গের শিক্ষা, ত্রাণ ও জনকল্যাণ বিভাগ ও ত্রাণ শাখা সারা বিশ্বে নিপীড়িত মানবতার সেবা করে চলেছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়