আনন্দমার্গী হত্যার প্রতিবাদে হিউম্যান রাইটস্ সংস্থা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিজস্ব সংবাদদাতা,কোলকাতাঃ- ১৯৮২ সনের ৩০শে এপ্রিল কোলকাতার বিজন সেতু এলাকায় ও ব্যান্ডেল গেটে আনন্দমার্গের ১৭জন সন্ন্যাসী সন্যাসিনীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরব হলেন ইন্টারন্যাশানাল হিউম্যান রাইটস বাস্তবায়ন সংস্থা৷ সংগঠনের সম্পাদক বিমল কুমার মন্ডল বলেন, এই হত্যাকান্ড দেখিয়েছিল বামশাসনে কিরূপ অত্যাচার সংঘটিত হয়েছিল৷ শীঘ্র এর বিচার হউক৷ ভারতীয় মানবধিকার পার্টির সম্পাদক সমীরভূষণ চক্রবর্ত্তী বলেন---‘‘সরকার শীঘই এই নৃশংস ঘটনার বিচার করুক৷ এই ঘটনা বিরলতম ঘটনা৷’’