সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৬ই ডিসেম্বর আনন্দমার্গীয় বিধিতে এক বৈপ্লবিক বিবাহানুষ্ঠান হয়৷ এই বিবাহানুষ্ঠানে পাত্র ছিলেন দীপেন পাত্র (পিতা-মোহানন্দ পাত্র, গ্রাম-চম্পামুড়া, সিপাইজলা)৷ আর পাত্রী ছিলেন প্রিয়ঙ্কা বণিক (পিতা-দিলীপ বণিক, গ্রাম চম্পামুড়া)৷ এই বিবাহানুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ চিরকীর্ত্তি আচার্যা৷
আনন্দমার্গের এই বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আচার্য গুরুদত্তানন্দ অবধূত বলেন, আনন্দমার্গের বিবাহব্যবস্থায় পণপ্রথা, জাত-পাত প্রথা সহ কোনো প্রকার অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে স্থান দেওয়া হয়নি৷
এই বৈপ্লবিক বিবাহানুষ্ঠান পরিচালনা করেন রবীন্দ্রনাথ দাস৷ কলকলিয়া আনন্দমার্গ সুকলে এই বিবাহ অনুষ্ঠিত হয়৷