গত ৩রা ডিসেম্বর উত্তর ২৪ পরগণার অন্তর্গত বামুনগাছিতে আনন্দমার্গের সমাজ শাস্ত্রানুসারে এক বিবাহানুষ্ঠান হয়৷ পণপ্রথা, জাতিভেদ প্রথা সহ সমস্ত প্রকার কুসংস্কারমুক্ত এই সামাজিক অনুষ্ঠানটি হয় এদিন সন্ধ্যায় বামনগাছির ‘বলাকাভবনে’৷ আনন্দমার্গীয় বিধিতে এই বিবাহ পদ্ধতির সাক্ষী হয়ে বহু আনন্দমার্গীসহ অন্যান্যরাও এসেছিলেন৷ সবাই এই বিবাহপদ্ধতির ভূয়সী প্রশংসা করেন ৷
এই বিবাহে পাত্রী ছিলেন বামনগাছি নিবাসী শ্রী কমলকৃষ্ণ হালদার ও শ্রীমতি তামসী হালদারের তৃতীয় কন্যা কল্যাণীয়া ‘প্রমামিত্রা’ ও পাত্র ছিলেন নেলিনগর কলকাতা নিবাসী শ্রীযুক্ত কমলকান্তি সরকার ও শ্রীমতি মিলন সরকারের একমাত্র পুত্র শ্রীমান কল্যাণ৷
এই বিবাহানুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য তন্ময়ানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দকরুণা আচার্র্য৷ আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত আনন্দমার্গের বিবাহানুষ্ঠানের বৈশিষ্ট্যের ওপর বক্তব্যও রাখেন৷