আনন্দমার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা মার্চ ভি.আই. পি নগর স্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে আনন্দমার্গের সমাজশাস্ত্রনুসারে  এক বৈপ্লবিক বিবাহেরsport2  অনুষ্ঠান হয়৷ পণপ্রথা, জাতিভেদপ্রথা প্রভৃতি  কুসংস্কার বর্জিত এই বিবাহে পাত্র ছিলেন  আগরতলা (ত্রিপুরা) নিবাসী শ্রীমান সৈকত সেন৷ পিতা শ্রী সুধাংশু সেন ও  মাতা শ্রীমতী  অর্চনা সেন৷ আর পাত্রী ছিলেন কল্যানীয়া তাপসী সূত্রধর ৷ পিতা তেলিয়ামুড়া (ত্রিপুরা) নিবাসী শ্রী সতীশ সূত্রধর ও মাতা শ্রীমতী আলয়রাণী সূত্রধর৷

এই বিবাহে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য শুভধ্যানানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা৷ আনন্দমার্গের  বহুসন্ন্যাসী ও সন্ন্যাসিনী সহ বহু আনন্দমার্গী এই বিবাহে উপস্থিত ছিলেন৷