আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সোদপুর, ২৪ পরগণা 

সোদপুরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী উজ্জ্বল ঘোষের পিতা শ্রী রামলাল ঘোষ গত ২৭শে জানুয়ারী রাত ১২টায় পরলোকগমন করেন৷ গত ৪ঠা ফেব্রুয়ারী সকাল ৯ঘটিকায় তাঁর নিজস্ব বাসভবনে আনন্দমার্গীয় বিধিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷ সবাই প্রয়াতের আত্মার শান্তি কামনায় পরমপুরুষের নিকট প্রার্থনা করেন৷ শ্রাদ্ধানুষ্ঠানের পর আচার্য তন্ময়ানন্দ অবধূত প্রয়াতের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন মানুষের উচিত জীবনে সবসময় ভাল কাজ করা৷ শিশু যখন প্রথম ভুমিষ্ঠ হয় তখন সে কাঁদে, অন্যান্য সবাই হাসে৷ জীবনে এমন কাজ করে যেতে হবে যাতে পৃথিবী থেকে চলে যাবার সময় সে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেবে, অন্যান্য সবাই তাঁর জন্যে কাঁদবে৷

তেলিয়ামুড়া, ত্রিপুরা 

তেলিয়ামুড়া, ত্রিপুরা ঃ গত ১০ই ফেব্রুয়ারী তেলিয়ামুড়া আনন্দমার্গ হাইসুকলের শিক্ষক শ্রী নারায়ণ দাসের শ্বশুর মহাশয় শ্রী খোকা মালাকারের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় পদ্ধতিতে সুসম্পন্ন হয়৷ মৃত্যুকালে প্রয়াত খোকানারায়ণের বয়স হয়েছিল ৬৭ বছর৷ বেশ কিছুদিন ধরে তিনি রোগগ্রস্ত ছিলেন৷ প্রভাত সঙ্গীত ,কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পরে শ্রাদ্ধানুষ্ঠানটি শুরু হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ উক্ত অনুষ্ঠানে প্রয়াত খোকা মালাকারের স্মৃতিচারণ করেন শ্রী জহর সাহা৷ আনন্দমার্গের সামাজিক আচার অনুষ্ঠানের বৈশিষ্ট্যের উপর বক্তব্য রাখেন শ্রী বকুলচন্দ্র রায়৷