আনন্দমার্গীয় প্রথায় গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হুগলীজেলা ঃ গত ২৪শে জুন চাপাডাঙ্গার আনন্দমার্গ স্কুলে প্রবীণ শিক্ষক শ্রী রমেন চন্দের নোতুন নির্মিত গৃহে  আনন্দমার্গীয় প্রথায় গৃহপ্রবেশ  অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ এরপর তিনঘন্টাব্যাপী  ‘বাবা নাম কেবলম’ অখন্ড নাম সংকীর্ত্তন হয়, কীর্ত্তনশেষে মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পরে আনন্দমার্গের আর্দশ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত (ডি.এস. হুগলি)৷ সবশেষে প্রায় ২০০ জনকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷

মেদিনীপুর ঃ গত ১৭ই জুন পশ্চিমমেদিনীপুর জেলার গোয়ালতোড়ের বিশিষ্ট আনন্দমার্গী  শ্রী প্রবাল মাহাতর গৃহে আচার্য নিত্যতীর্থানন্দর পৌরোহিত্যে গৃহপ্রবেশ অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় ও  এই  উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত (ডি.এস.মেদিনীপুর)৷