এবারের মাধ্যমিক পরীক্ষায় আনন্দনগরের আনন্দমার্গ হাইস্কুলের সমস্ত ছাত্রই উত্তীর্ণ হয়েছে৷ উমানিবাসের আনন্দমার্গ হাইস্কুলের মেয়েদের ক্ষেত্রেও ১০০ শতাংশ উত্তীর্ণ৷
আনন্দনগর হাইস্কুলটি পুরুলিয়া জেলার অত্যন্ত দরিদ্র এলাকায় অবস্থিত৷ সেখানকার এইসব গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রারা গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেই পায় না৷ তার মাঝেই তারা তাদের পড়াশোণা চালিয়ে যায়৷ এই অবস্থায় ১০০ শতাংশ উত্তীর্ণ হওয়া যে অত্যন্ত সুখবর তাতে সন্দেহ নেই৷
আনন্দনগরের আনন্দমার্গ হাইস্কুলের এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১৫০ জন৷ পূর্বেই বলা হয়েছে, তাদের সবাই উত্তীর্ণ৷ তাদের মধ্যে প্রথম বিভাগে ২৯ জন, দ্বিতীয় বিভাগে ৮৫ জন, ও তৃতীয় বিভাগে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে৷
ছাত্রদের মধ্যে সর্র্বেচ্চ নম্বর পেয়েছে সোমনাথ মাহাত৷ ৪জন ছাত্র ৬০০-এর ওপরে নম্বর পেয়েছে৷ ১৩ জন ষ্টার মার্ক পেয়েছে৷
উমা নিবাসে মেয়েদের হাইস্কুলে ১৫ জন পরীক্ষা দিয়েছিল৷ সব মেয়েরাই উত্তীর্ণ হয়েছে৷ তাদের মধ্যে প্রথম বিভাগে ৬জন, দ্বিতীয় বিভাগে ৯ জন৷
আনন্দমার্গ চিল্ড্রেনস্ হোমের ২ জন ছেলে ৪ জন মেয়েও মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে৷